Site icon Jamuna Television

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

অনির্বাণ-মধুরিমার রিসেপশনে সৃজিত-মিথিলা

ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সেরে ফেললেন কলকাতার তারকা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গে হলো মালাবদল। শুক্রবার ছিল তাদের রিসেপশন, হাজির ছিলেন অল্প কয়েকজন অতিথি। খবর- জি২৪ ঘণ্টা।

আয়োজনে বর-কনের সাজে ছিল সিলভারের ছোঁয়া। হলুদ ব্লাউজ আর ধূসর রঙের শাড়ির সঙ্গে মধুরিমার সিলভার সাজ বেশ মানানসই। অনির্বাণকে দেখা যায় তসর পাঞ্জাবির সঙ্গে নীল উত্তরীয়তে।

এদিন টলিউডে হাতে গোনা কয়েকজন তারকা ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। হাজির হয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়সহ আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। আর অবশ্যই স্বামীর সঙ্গে ছিলেন ঢাকার তারকা রাফিয়াৎ রশিদ মিথিলা। সৃজিতের তোলা সেলফিতে ধরা পড়েন অনির্বাণ ও মধুরিমা। সেই ছবি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়।

কয়েকদিন আগে অনির্বাণের বিয়ে নিয়ে ইনস্টাগ্রামে মজা করেন মিথিলা। সেখানে জানান, অজস্র নারী ভক্তের মতো সৃজিতও মন খারাপ করেছেন!

সৃজিতের পরিচালনায় টানা কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। তালিকায় আছে দ্বিতীয় পুরুষ, গুমনামি, ভিঞ্চি দা, শাহজাহান রিজেন্সি, এক যে ছিল রাজা ও উমা।

Exit mobile version