Site icon Jamuna Television

টাইগ্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি ইথিওপিয়ার

টাইগ্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি ইথিওপিয়ার

ইথিওপিয়ায় সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী। শনিবার এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ।

টাইগ্রের রাজধানী মেকেলের দখল নেয়ার পর এ ঘোষণা দেন তিনি। এক টুইটবার্তায়, টাইগ্রেতে চলমান অভিযান সমাপ্তির ঘোষণাও দেন। জানান, উদ্ধার করা হয়েছে বিদ্রোহী টিপিএলএফ’র (TPLF) হাতে বন্দী কয়েক হাজার সেনাকে। এবার বিধ্বস্ত অঞ্চল সংস্কার ও বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ বলে জানান অ্যাবি।

এদিকে টাইগ্রেতে সরকারি বাহিনীর অভিযান শুরুর পর ঘরবাড়ি ছেড়েছে প্রায় ৫ লাখ মানুষ। বেশিরভাগ আশ্রয় নিয়েছে প্রতিবেশী সুদানে। তবে এখনই হার মানতে নারাজ টিপিএলএফ (TPLF)।

রয়টার্সকে পাঠানো টেক্সট বার্তায় গোষ্ঠীটির প্রধান জানান, অধিকার ফিরে পাবার লড়াই অব্যাহত থাকবে।

Exit mobile version