Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় সিডনিতে নভেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অস্ট্রেলিয়ায় সিডনিতে নভেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

অস্ট্রেলিয়ায় সিডনিতে নভেম্বরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো। আবহাওয়া অধিদফতর বলছে, রোববার দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

রোববার রাতে, দেশটিতে গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরফলে, রাজ্যের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে দাবানলের আশঙ্কা করা হচ্ছে। জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। সাপ্তাহিক ছুটির দিনে,ভিক্টোরিয়া’সহ অন্যান্য অঞ্চলেও বেড়েছে তাপমাত্রা।

এর আগে, ১৯৬৭ সালে সিডনির রাত্রিকালীন তাপমাত্রার রেকর্ড ছিলো ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহ তাপদাহ বহাল থাকবে- এ পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের।

Exit mobile version