Site icon Jamuna Television

জামালপুরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে ২০১১ সালের ২০ মে মোবাইল ফোন কেনা নিয়ে স্ত্রীর সাথে স্বামী মোস্তফার কথা কাটাকাটি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মোস্তফা তার পাঁচ মাস বয়সী শিশুপুত্র আসিককে ঢেঁকির সাথে মাথায় আঘাত করলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আসিকের।

তিনি বলেন, পরে স্থানীয়রা মোস্তফাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়। তদন্ত শেষে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন আসামি মোস্তফাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। আসামি বর্তমানে পলাতক রয়েছে। আসমিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল হক ও অ্যাডভোকেট কামাল।

ইউএইচ/

Exit mobile version