Site icon Jamuna Television

শালিকে ৩ মাস ধরে ধর্ষণের দায়ে দুলাভাই গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের বাসন এলাকায় শালিকে ধর্ষণের দায়ে দুলাভাই আলী আকবরকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। গতরাতে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আলী আকবর (৩৫) ময়মনসিংহের ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার মৃত জয়নাল
আবেদীনের ছেলে।

র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গার্মেন্টস কর্মী মো. আলী আকবর তার শালিকে ৩ মাস আগে একটি গার্মেন্টসের চাকরি দেয়ার কথা বলে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসে। প্রথমে বাসন এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। এরপর থেকে আলী আকবর বিয়ের প্রলোভন দিয়ে শালিকে কু-প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় প্রাণ নাশের হুমকি দিয়ে শালিকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল।

তিনি বলেন, পরে নিরুপায় হয়ে ওই নারী র‌্যাবের নিকট অভিযোগ দায়ের করলে গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে আলী আকবরকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারের পর ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে অভিযুক্ত দুলাভাই আলী আকবর।

ইউএইচ/

Exit mobile version