Site icon Jamuna Television

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের সমম্বয়ক আব্দুল হান্নান আর নেই

আব্দুল হান্নান খান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমম্বয়ক আব্দুল হান্নান খান মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

আব্দুল হান্নান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধের (ট্রাইব্যুনালস) তদন্ত সংস্থা ২০১১ সালে পুনর্গঠিত হলে তাকে সমন্বয়কের পদে নিয়োগ দেওয়া হয়।

প্রধান সমন্বয়ক হিসেবে সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান নিয়োগ পান ২০১১ সালের ১১জানুয়ারি। তিনি বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা মামলার তদন্তের প্রধান তদারকি কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

Exit mobile version