Site icon Jamuna Television

গ্যালারিতে অজি তরুণীর মন জয় করলেন ভারতীয় তরুণ (ভিডিও)

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে সিডনিতে। মাঠে দুই প্রতিপক্ষের লড়াউ জমে উঠলেও গ্যালারিতে সমর্থদের মধ্যে চলছে সক্ষতা।

ম্যাচের ২০ তম ওভারে অনন্য এক দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব। এক ভারতীয় পুরুষ সমর্থক একজন অস্ট্রেলিয়ান নারীকে প্রোপজ করে বসলেন লাখো মানুষের সামনে।

সেই দৃশ্য আবার দেখানো হলো স্টেডিয়ামের জায়েন্ট স্কৃনে ও টিভি পর্দায়। অস্ট্রেলিয়ান সেই নারী কোন রকম বিরক্তি ছাড়াই গ্রহন করেছেন সেই আমন্ত্রন।

এই দৃশ্য দেখে কড়তালিতে মুখরিত হয়ে উঠলো পুরো স্টেডিয়াম। খেলোয়াড়রাও স্বাগতে জানালেন তাদের নতুন এই শুরুর।

Exit mobile version