Site icon Jamuna Television

স্বপ্নবাজ মেয়রের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে তার পরিবার ও ডিএনসিসি’র পক্ষ থেকে নানা আয়োজন রয়েছে।

এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে রাজধানীর সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়ে প্রশংসিত হন। শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। ২০১৭ সালে সেরিব্রাল ভাসকুলাইটিস-এ আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান আনিসুল হক। তিনি উত্তর সিটির প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।

দিবসটি উপলক্ষে ডিএনসিসির পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে মেয়র আনিসুল হকের কবরে শ্রদ্ধাঞ্জলি জানাবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বাদ জোহর গুলশানে ডিএনসিসির নগর ভবনে (লেভেল ৮) মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Exit mobile version