Site icon Jamuna Television

বিশ্বের সেরা সৈকত নির্বাচিত হলো পর্তুগালের ‘প্রাইয়া দে-ফারো বিচ’

পর্তুগালের পর্যটন শহর আলগার্ভে অবস্থিত আটলান্টিকের সমূদ্র সৈকত বিশ্বের সেরা সৈকত হিসেবে নির্বাচিত হয়েছে। পর্যটনে অস্কার খ্যাত ‘ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যাওয়ার্ড’ র ২০২০ সালের সংস্করণে সেরা হিসেবে বিবেচিত হয়।

এছাড়াও গত ২ নভেম্বর একই সংস্থা কর্তৃক আয়োজিত ২০২০ সালের ইউরোপের সেরা গন্তব্য হিসেবেও সর্বোচ্চ ২৪ ইভেন্টে পর্তুগাল নির্বাচিত হয়েছিল। ২০১৭ সাল থেকে একটানা চার বছর পর্তুগাল ইউরোপের সেরা গন্তব্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।

পর্তুগালের পর্যটন বিষয়ক সেক্রেটারি রিতা মার্কেস বলেছেন, সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের পর্যটন গন্তব্যগুলোর নাম এবং অবস্থান রক্ষা করি। তিনি আরও বলেন, আমরা বিশ্বকে দেখিয়েছি আমরা একটি নিরাপদ দেশ যখন সম্ভব হয় তখন আমরা সবাইকে গ্রহণ করতে প্রস্তুত এবং ধন্যবাদ জানাই সমস্ত পর্তুগিজ নাগরিকদের যাদের অবদানের কারণে পর্তুগাল সর্বকালের সেরা হয়ে উঠেছে।

এই অর্জন পর্তুগালে পর্যটন ব্যবসায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন টুরিস্ট বিশ্লেষকরা।

Exit mobile version