Site icon Jamuna Television

ভারতে ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবীর বিরূদ্ধে ১০০ কোটি রূপির মামলার প্রস্তুতি

পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণকারী স্বেচ্ছাসেবীর বিরূদ্ধে ১০০ কোটি রূপির মামলা ঠোকার প্রস্তুতি নিচ্ছে ভারতের সেরাম ইন্সস্টিটিউট।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে জানানো হয়, চেন্নাইয়ের ঐ স্বেচ্ছাসেবী নিজের অসুস্থতার জন্য প্রতিষেধক গ্রহণকে দায়ী করছেন। কিন্তু, এটি সম্পূর্ণ ভূয়া তথ্য। হিংসাত্মক মনোভাবের কারণেই ইন্সস্টিটিউটের বিরূদ্ধে অভিযোগ এনেছেন ঐ ব্যক্তি। আরও বলা হয়, তার শারীরিক অসুস্থতার সাথে টিকার সম্পর্ক নেই।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ৪০ বছরের স্বেচ্ছাসেবীর পরিবারের অভিযোগ- তৃতীয় ধাপের টিকা গ্রহণশেষে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড মাথাব্যথার পাশাপাশি বিরক্তবোধ আলো-শব্দে। স্মৃতি ভুলে যাবার সাথে-সাথে বন্ধ করে দেন কথাবার্তাও। সেরাম ইন্সস্টিটিউট বরাবর ৫ কোটি রূপির ক্ষতিপূরণ চেয়েছে তার পরিবার।

Exit mobile version