Site icon Jamuna Television

দ্বিতীয়দফা লকডাউনের কারণে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ কমেছে ৩০ শতাংশ

দ্বিতীয়দফা লকডাউন দেয়ার কারণে যুক্তরাজ্যে ৩০ শতাংশ কমেছে করোনাভাইরাসের সংক্রমণ। রোববার, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা প্রতিবেদনে প্রকাশিত হয় এ তথ্য।

১৩ থেকে ২৪ নভেম্বরের মধ্যে এক লাখ মানুষের ওপর পর্যবেক্ষণ চালিয়ে, এ মতামতে পৌঁছেছেন গবেষকরা। প্রতিবেদনে বলা হয়, ভাইরাসে পুণঃ উৎপাদনের হার কমেছে শূণ্য দশমিক আট আট শতাংশ। যার ফলে, কোভিড বিস্তারের হার সংকুচিত হয়েছে। অক্টোবরে চালানো জরিপ অনুসারে- প্রতি ৯ দিন অন্তর দ্বিগুণ হচ্ছিলো সংক্রমণের হার।

ভিন্ন গবেষণায় বলা হচ্ছে, আগামী ২/৩ মাসে তৃতীয়দফা মহামারির ধাক্কায় পড়বে ইংল্যান্ড। করোনায় এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মৃত্যু দেখেছে দেশটি; সংক্রমিত সোয়া ১৬ লাখের ওপর।

Exit mobile version