Site icon Jamuna Television

নারীদের সমন্বয়ে গঠিত হলো বাইডেন সরকারের ‘প্রেস উইং’

নারীদের সমন্বয়ে গঠিত হলো নবনির্বাচিত বাইডেন সরকারের হোয়াইট হাউসের ‘প্রেস উইং’। রোববার, এক বিবৃতিতে ঘোষণা করা হয় ৭ জনের নাম।

বাইডেন এক বিবৃতিতে জানান, দক্ষ ও অভিজ্ঞ যোগাযোগকারীরা তাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং দেশের উন্নয়নে যৌথ প্রতিশ্রুতি নিয়ে কাজ করবেন। ওবামা প্রশাসনের কর্মকর্তা জেন সাসাকি হবেন হোয়াইট হাউসের প্রেস সচিব। এছাড়া, কেটি বেডিং ফিল্ড হবেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক। ডেপুটি যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন পিলি টোবার। জিন পিয়েরে হচ্ছেন প্রধান উপ-প্রেসসচিব। সাইমন স্যান্ডার্স ও অ্যাশলে এটিন হচ্ছেন ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র। এছাড়া, বাজেট প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভুত নিরা ট্যাণ্ডনকে নিয়োগ দিতে যাচ্ছে নতুন সরকার।

Exit mobile version