Site icon Jamuna Television

সম্পর্কোন্নয়নে সৌদি ও কাতার সফরে যাচ্ছেন ট্রাম্পের উপদেষ্টা দল

উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে সৌদি আরব ও কাতার সফরে যাচ্ছেন জারেড কুশনারের নেতৃত্বাধীন ট্রাম্পের উপদেষ্টা দল।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জারেড কুশনার। ক্ষমতা ছাড়ার আগ-মুহূর্তে, উপসাগরীয় দেশগুলোর সাথে কাতারের বিবাদ মিটিয়ে ফলপ্রসূ বাণিজ্যিক চুক্তিতে পৌঁছাতে চায় ট্রাম্প প্রশাসন।

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে, ২০১৭ সাল থেকে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করে উপসাগরীয় চারটি দেশ। আরোপ করেছে স্থল-নৌ ও আকাশপথে কঠোর অবরোধও।

Exit mobile version