Site icon Jamuna Television

কুকুরের সাথে খেলার সময় বাইডেনের পা মচকালো

শনিবার নিজের পোষা কুকুর মেজরের সাথে খেলতে যেয়ে পায়ে আঘাত প্রাপ্ত হয়েছেন নবনির্বাচতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরফলে তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে।

রোববার তার চিকিৎসকরে বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের দুটি জার্মান শেফার্ড পোষা কুকুর আছে। এর একটির নাম মেজর ও অন্যটি চ্যাম্প।

২০১৮ সালে ডেলওয়্যার হিউম্যান এসোসিয়েশন থেকে মেজরকে দত্তক নেন। প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউজে স্থানান্তর হওয়ার মেজর-ই হবে প্রথম কোন উদ্ধারকৃত কুকুর যাকে হোয়াইট হাউজে পোষ্য হিসেবে দেখা যাবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্যাট মিউজিয়ামের তথ্যমতে, ১৮৬০ সাল থেকে একমাত্র বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যতীত সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে কোনো না কোনো পোষা প্রাণী ছিল।

Exit mobile version