Site icon Jamuna Television

করোনার প্রতিরোধে জনসমাগম করেই নেত্রকোণায় র‌্যালি

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপ প্রতিরোধে নেত্রকোণায় জনসমাগম করে র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে জেলা স্বাস্থ্যবিভাগ।

জনগণের মাঝে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকাল ১১টায় সামাজিক দূরত্ব না মেনেই র‍্যালিটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা সিভিল সার্জন ডা. মো সেলিম মিঞার আয়োজনে র‌্যালি ও মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ বিভিন্ন স্তরের লোকজন।

Exit mobile version