Site icon Jamuna Television

বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার

বিনামূল্যে দেশের নাগরিকদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেবে সরকার। এর জন্য, নিয়ে আসা হবে করোনা ভ্যাকসিনের তিন কোটি ডোজ।

আজ সোমবার এমন তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা। একইসাথে চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে আরো কঠোরভাবে অভিযান চলবে। সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরো ৮/১০ দিন দেখা হবে। না শুনলে এরপর প্রয়োজনে জেলে পাঠানো হবে।

Exit mobile version