Site icon Jamuna Television

অবশেষে মুক্তি পেলো নিঃসঙ্গ ‘কাভান’

অবশেষে মুক্তি পেলো পৃথিবীর নিঃসঙ্গ খেতাব পাওয়া হাতি ‘কাভান’। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের চিড়িয়াখানা থেকে কম্বোডিয়ার অভয়ারণ্যে পাঠানো হয়েছে তাকে।

রোববার কয়েক ঘণ্টার চেষ্টায় বিশেষভাবে তৈরি লোহার ক্রেটে তোলা হয় হাতিটিকে। কার্গো প্লেনে ১০ ঘণ্টার দীর্ঘ যাত্রার সময় খাবার হিসেবে দেয়া হয় ২০০ কেজি কলা ও তরমুজ।

মাত্র এক বছর বয়সে ‘কাভানকে’ উপহার হিসেবে পাকিস্তানে পাঠায় শ্রীলঙ্কা। এরপর দীর্ঘ ৩৫ বছর ইসলামাবাদের জরাজীর্ণ চিড়িয়াখানায় বন্দি ছিলো সে। ২০১২ সালে একমাত্র সঙ্গীর মৃত্যু হলে একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে।

পৃথিবীর সবচেয়ে একাকী হাতি হিসেবে পরিচিতি পায় বিশ্বজুড়ে। হাতিটিকে কম্বোডিয়ায় অভয়ারণ্যে পাঠানোর জন্য তদবির করেন মার্কিন পপ গায়িকা শেরসহ অনেকে।

Exit mobile version