নিজের পোষা কুকুড়ের সাথে খেলতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার নিজের পোষা কুকুর মেজরের সাখে খেলা করার সময় তিনি এমন আঘাত পান।
এরপর আঘাত প্রাপ্ত স্থান সিটিস্ক্যান করিয়ে তার ডান পায়ের হাড়ে চিড় ধরা পরে। রোববার বাইডেনের অফিসের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
এরপরই জো বাইডেনের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন সদ্য সমাপ্ত নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
এক টুইটে ট্রাম্প মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি কেলি ও ডোনেলের শেয়ার করা ভিডিও রিটুইট করে লিখেন ‘গেট ওয়েল সুন’।
কেনি ও ডোয়েলের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে দেখা যায় নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ডেলওয়্যারে একটি অর্থপেডিক ক্লিনিক থেকে তার চিকিৎসা শেষে বেরিয়ে আসছেন।
Get well soon! https://t.co/B0seiO84ld
— Donald J. Trump (@realDonaldTrump) November 30, 2020

