Site icon Jamuna Television

হুতি বিদ্রোহীদের হামলায় ৮ সৌদি সেনা নিহতের দাবি

পূর্ব ইয়েমেনে আট সৌদি সেনাকে হত্যার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। খবর তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি’র।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া বলেন, শনিবার সন্ধ্যায় দেশটির মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর তাদায়িন ক্যাম্পে বদর-পি ব্যালাস্টিক মিসাইল দিয়ে এই হামলা পরিচালনা করা হয়।

হুতি মুখপাত্র আরও জানান, এই হামলায় ৮ সৌদি সেনা কর্মকর্তা ও সৈনিক নিহত হয়েছে। একইসাথে, আরও সাত সৈদি সেনা আহত হয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে সৌদি-আমিরাত জোট সমর্থিত সরকারের সাথে বিদ্রোহ করে হুতিরা রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চল ২০১৪ সাল থেকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

২০১৫ সাল থেকেই সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে সামরিক অভিযানসহ সকল প্রকার সহায়তা করে আসছে।

Exit mobile version