Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুশফিকের ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এই টুর্নামেন্টে সাকিবের খুলনা একটি ম্যাচ জিতলেও এখনো জয়ের কাছেও যেতে পারেনি মুশফিকের ঢাকা। দুই দলেরই একমাত্র লক্ষ্য জয়ে ফেরার। তাই নিজেদের সেরাটাই ঢেলে দেয়ার চেষ্টা করবে দলের খেলোয়াড়রা।

রিয়াদ ও মুশফিক বাহিনীর মধ্যে একটা হাড্ডা-হাড্ডি লড়াই দেখার অপেক্ষায় গোটা জাতি। এই ম্যাচে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে গেলো ম্যাচ গুলোতে পারফর্ম করা ঢাকার আকবর আলী ও খুলনার আরিফুল। তবে সাকিব, মুশফিক, রিয়াদরা নিজেদের স্বরূপে ফিরতে পারবে এমটাই প্রত্যাশা করেন সাধারণ ক্রিকেট ভক্তরা। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট বলের লড়াই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Exit mobile version