Site icon Jamuna Television

হয়রানির অভিযোগ জানাতে কল সেন্টার চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড

হয়রানির অভিযোগ জানাতে কল সেন্টার চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড। আয়কর আইন সহজীকরণসহ প্রযুক্তিগত উন্নয়নের কথাও জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম।

সোমবার সকালে আয়কর দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, কর বান্ধব পরিবেশ সৃষ্টিতে এনবিআরের উদ্যোগের কারণেই কর জিডিপির অনুপাত বেড়েছে গেল এক দশকে। গেল অর্থবছরে ৩০ লাখ কর দাতা আয়কর রির্টান দাখিল করেছে। তবে এখনও টিআইএন ধারী সবাই রির্টান দাখিল করছে না।

এসময়, ভয়-ভীতি দূর করতে এনবিআরের ধারাবাহিক চেষ্টা থাকলে আইনগত জটিলতার কারণে চাইলে তা দূর করা যায় না বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, আয়কর আইন সংশোধন করার উদ্যোগ চলমান আছে। করদাতারা যেকোনো অভিযোগ আগামীতে হট লাইনে জানাতে পারবে বলেও জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান।

Exit mobile version