Site icon Jamuna Television

রংপুরে মাস্ক না পরায় ২৯ জনকে জরিমানা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক না পরার অভিযোগে রংপুর মহানগরীতে ২৯ জনকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, জেলা প্রশাসন, রংপুর ও সিটি কর্পোরেশনের ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ‎র‌্যাব ১৩ এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক মোড়ে এই অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় ২৯ জনকে মামলা দেয়া হয় এবং তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে রেডক্রিসেন্ট, রোভার ও স্কাউটস স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

ইউএইচ/

Exit mobile version