Site icon Jamuna Television

কালিয়াকৈর বাজারের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর বাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি দোকানে আগুন লাগে পরে বাজারের সবকয়টি দোকানে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় অর্ধশত দোকানঘর। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, সন্ধ্যায় কালিয়াকৈর বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে প্রায় অর্ধশত দোকানে ছড়িয়ে পড়ে। পুড়ে গেছে এসব দোকানের সমস্ত মালামাল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Exit mobile version