Site icon Jamuna Television

হেফাজতের নেতা মামুনুলকে ‘মাঠে নেমে খেলা’র চ্যালেঞ্জ সাংসদ নিক্সনের

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ‘মাঠে নেমে খেলা’র চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সংসদ সদস্য এবং যুবলীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

সোমবার বিকালে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে যুবলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বদিউল আলমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, ‘মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতায় শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। আরে, শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে। যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই। ফাপরবাজি করবেন না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচিত মামুনুল হককে উদ্দেশ্য করে ফরিদপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ। যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’

Exit mobile version