Site icon Jamuna Television

বাংলা চ্যানেল পাড়ি দিলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বাংলা চ্যানেল পাড়ি দিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।

সোমবার প্রায় ছয় ঘণ্টায় ১৬ দশমিক ১ কিলোমিটার সাগর পাড়ি দেন তিনি। কক্সবাজারের টেকনাফে ফিশারি জেটি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করে বিকেল পৌনে চারটায় তিনি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান।

মিশু বিশ্বাসের সঙ্গে আরও ৪৩ জন আজ বাংলা চ্যানেল পাড়ি দিতে সফল হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও ফ্রান্সের একজন নাগরিকও রয়েছেন। চ্যানেল পাড়ি দেওয়ার অনুভূতি জানিয়ে মিশু বিশ্বাস বলেছেন, পুলিশের সদস্য হিসেবে জনগণের সেবার পাশাপাশি আমি স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে সাঁতার ও দৌড় ভালোবাসি।

তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না আমি। বাংলা চ্যানেল জয় করার জন্যই সাঁতার শিখেছি। আগামী বছর মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

ইউএইচ/

Exit mobile version