Site icon Jamuna Television

যশোরে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর থেকে একটি বাস তল্লাশি করে সোমবার দুপুরে সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। ফেম পরিবহনের বাসটি শরীয়তপুর থেকে বেনাপোল যাচ্ছিল।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে স্বর্ণগুলো ভারতে নিয়ে যাওয়া হচ্ছিলো। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য দুই কোটি একচল্লিশ লাখ টাকা।

আটককৃতরা হলো, মুন্সিগঞ্জের গোলাপরায় গ্রামের গোসট বিহারী পোদ্দারের পুত্র রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া গ্রামের মিন্টু সাহার পুত্র প্রদীপ সাহা (৫৫) ও ঢাকার গেণ্ডারিয়া থানার কালীগঞ্জ শাহা রোডের শোভন দত্তের পুত্র পঙ্কজ দত্ত (৪৮)। এ ব্যাপারে যশোর কোতোয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইউএইচ/

Exit mobile version