Site icon Jamuna Television

উচ্চ শব্দে গান শোনায় গুলি করে হত্যা

উচ্চ শব্দে গান শোনার কারণে যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, সবচেয়ে বড় উৎসব থ্যাঙ্কসগিভিংয়ের সপ্তাহে গত সোমবার (২৩ নভেম্বর) অ্যাশল্যান্ডের স্টার্টফোর্ড ইনে এ ঘটনা ঘটে।

অ্যাশল্যান্ডের পুলিশ প্রধান তিঘে ও মিয়ারা বলেন, স্টার্টফোর্ড ইনের পার্কিং লটে এলিসন উচ্চ শব্দে গান শুনছিলো। ওই পার্কিং লটে ৪৭ বছর বয়সী রবার্ট পল কিগান নামের এ ব্যক্তিও ছিলেন।

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কিগান ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা বন্দুক বের করে এলিসনের বুকে একটি গুলি করেন।

ইউএইচ/

Exit mobile version