Site icon Jamuna Television

করোনামুক্ত হলেন জেমি ডে; যাচ্ছেন কাতারে

আজ পঞ্চমবারের মতো করোনা পরীক্ষায় অবশ্য সুখবর পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। রাতে যে ফল পেয়েছেন তিনি তাতে তার করোনা নেগেটিভ এসেছে। একারণে কাতারে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে এখন আর কোনও সমস্যাই রইলো না।

আগামী বুধবার সকালে কাতারগামী বিমানে চড়বেন জেমি ডে। সেখানে গিয়ে অবশ্য তাকে ২৪ ঘন্টার কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জেমি ডের অনুপস্থিতিতে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সবকিছু দেখভাল করছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই মূলত দলের দায়িত্বে তিনি।

ভীষণভাবেই জেমি ডেকে অভাব বোধ করছিলেন খেলোয়াড়েরা। সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মামুনুল থেকে শুরু করে নবীনতম খেলোয়াড় সবার কন্ঠে ছিল একই সুর। এখন দলের সঙ্গে জেমি ডে যোগ দিলে নিশ্চিত করেই দলের সবাই উজ্জীবিত হবে।

ইউএইচ/

Exit mobile version