Site icon Jamuna Television

বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন করলো স্বেচ্ছাসেবক লীগ

বিজয়ের মাসের প্রথম প্রহরে শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার রাত ১২টা এক মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি আলোর মিছিল ধানমন্ডি ৩২ এ এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী এবং মৌলবাদীদের কোনো ঠাঁই হবে না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হওয়ার আহ্বান জানান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

ইউএইচ/

Exit mobile version