Site icon Jamuna Television

বিমানের তিন তলায় মৌচাক, ঢিল ছুড়লো কে?

বিমানের মধ্যেই তিল তিল করে বাসা বেধেছে মৌমাছি। কিন্তু এ ঘর যে আর টিকবে না তা জানতো কি তারা। হলোও তাই।

কলকাতা বিমানবন্দরে পার্ক করা একটি এয়ার ভিস্তারার বিমানের তিন তলার জানালায় মৌমাছিরা গড়ে তুলেছে বিশাল এক মৌচাক। আর তা বিমানের দায়িত্বে থাকা কর্মচারীদের নজরে পরতেই তা ভেঙ্গে ফেলা হয় ওয়াটার ক্যানন এনে।

আর তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই ভাইরাল হয়ে যায় তা।]

Exit mobile version