Site icon Jamuna Television

বাগেরহাটে নারীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে করোনা কালীন সময়ে নারীর আত্মকর্মসংস্থানের লক্ষে প্রশিক্ষিত ১৫ জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন প্রধান করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিন কর্তৃক নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসি, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিন রিজিয়া পারভীন, সহসভাপতি আহাদ উদ্দিন হায়দার, মোজাহিদ আহম্মেদ, মনি মল্লিক ও শিল্পী আক্তার প্রমুখ।

Exit mobile version