Site icon Jamuna Television

দেশজুড়ে বিক্ষোভের মুখে বিতর্কিত ‘পুলিশ নিরাপত্তা বিলে’ পরিবর্তন করতে যাচ্ছে ফ্রান্স

দেশজুড়ে বিক্ষোভের মুখে বিতর্কিত ‘পুলিশ নিরাপত্তা বিলে’ পরিবর্তন আনতে যাচ্ছে ফ্রান্স। সোমবার, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের কার্যালয় নিশ্চিত করেছে এ তথ্য।

কর্তৃপক্ষ জানায়, পুরোপুরি নতুনভাবে লেখার পর আবার পার্লামেন্টে উত্থাপন করা হবে বিল। তবে, সংশোধন নিয়ে ক্ষমতাসীন আইনপ্রণেতাদের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খসড়া আইন থেকে বিতর্কিত আর্টিকেল- টোয়েন্টি ফোর বাদ দিতে রাজি নন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, পুলিশের সুরক্ষা দিলেও খসড়া আইনের এ ধারাটির সাথে গণমাধ্যমের স্বাধীনতার বিরোধ নেই। গত সপ্তাহে ফ্রান্সের জাতীয় পরিষদে ‘পুলিশ নিরাপত্তা বিল’ পাস হয়। যাতে, দায়িত্বরত পুলিশ সদস্যদের ছবি ও ভিডিও ধারণের ওপর দেয়া হয় নিষেধাজ্ঞা। বিলটি বাতিলের দাবিতে শনিবার থেকে রাজপথে নামেন লাখো মানুষ।

Exit mobile version