Site icon Jamuna Television

দেখা মিললো কিমের

ছবি: ইন্টারনেট।

বহুদিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাথে জরুরি বৈঠকে তিনি চলমান পরিস্থিতি থেকে উত্তরণের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। মহামারি দেশটির ভঙ্গুর অর্থনীতির ওপর বাড়তি চাপ ফেলছে- বৈঠকে উঠে আসে সেই প্রসঙ্গ।

একইসাথে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধে উত্তর কোরিয়ায় আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়েও নিন্দা জানান নেতারা। দেশটির পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্ধারণে ২০২১ সালের জানুয়ারি মাসে জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা। সেটি ফলপ্রসূ করার লক্ষ্যে, ৮০ দিন ধরে বিভিন্ন খাতের উন্নয়ন-সংস্কার ইস্যুতে কাজ করছেন নীতি-নির্ধারকরা।

Exit mobile version