Site icon Jamuna Television

রোহিঙ্গারা ‘বাঙালি সন্ত্রাসী’!

‘রোহিঙ্গারা বাঙালি’, মিয়ানমারে এমন প্রচারণা বহু পুরোনো। দেশটির রাজনীতিক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, এমনকি ধর্মীয় নেতারাও সব সময় রোহিঙ্গাদেরকে ‘বাঙালি’ বলে চিহ্নিত করতে পছন্দ করেন। তবে রোহিঙ্গারা নিজেদের বাঙালী মনে করে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও মিয়ানমারের বক্তব্যকে সব সময় প্রত্যাখ্যান করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ চেকপোস্টে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির হামলার পর থেকে নতুনভাবে প্রচারণায় নেমেছে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কথা বলার সময় কর্মকর্তারা রোহিঙ্গাদের ‘বাঙালি সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন।

ব্রিটেনের দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লেইঙ এক বিবৃতিতে বলেছেন, ‘বাঙালি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের পুলিশ ও সেনারা এক সঙ্গে লড়ছেন।’

লেইঙ’র ব্যবহৃত ‘বাঙালি সন্ত্রাসী’ শব্দটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

/কিউএস

Exit mobile version