Site icon Jamuna Television

শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর রাতে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজির বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মো. তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মো. জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মো. উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেন ড্রাইভারের ছেলে নাদিম মিয়া (২৭)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকার তেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাত প্রবণ এলাকা তেলিয়া গ্রামের হাবিবুল্লাহর শিমের (সবজি) বাগানের ভিতর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দখল থেকে ৬০ পিস ইয়াবা, ৪টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।

তিনি বলেন, তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়িতে ডাকাতি করার জন্যে সমবেত হয়ে শলাপরামর্শ করছিল। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইয়ের মামলা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version