Site icon Jamuna Television

‘৯৯৯’ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে পাহাড় থেকে পড়ে যাওয়া পর্যটককে উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি:

রোকসানা আক্তার (৩৮) ও তার স্বামী আব্দুল ওহাবসহ ঢাকা থেকে সাজেক ভ্যালি ভ্রমণে আসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজেক ভ্যালি পরিদর্শন করে পাহাড়ের নিচে ঝরনা দেখার উদ্দেশে স্বামীসহ রওনা করে। প্রায় ২০০০ ফুট নিচে নামার পর হঠাৎ হোঁচট খেয়ে পা ভেঙ্গে ফেলে সে। এ সময় সাহায্যের জন্য দিশেহারা হয়ে যায় রোকসানা। উপায়ন্তর না দেখে ৯৯৯ এ কল দেয় এই দম্পতি।

৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে সাজেকে অবস্থিত লুই লুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই মুশফিকুর রহমান স্থানীয় জনগণের সহায়তায় রোকসানা আক্তারকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সদরে আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লুই লুই পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই জনাব মুশফিকুর রহমান।

দ্রুত তাদের উদ্ধার করায় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই দম্পতি।

ইউএইচ/

Exit mobile version