Site icon Jamuna Television

মানব পাচার চক্রের ১৭১ সদস্য গ্রেফতার

মানব পাচার চক্রের ১৭১ জনকে গ্রেফতার করেছে সিআইডি। আরও অনেকে বিভিন্ন দেশে পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে সিআইডি প্রধান মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, পলাতকদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। সবাইকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

তিনি আরও জানান, এই চক্রের সাথে ২টি বিদেশি এয়ারলাইন্সের লোকও জড়িত বলে প্রমাণ পেয়েছে সিআইডি। ২০১৯ সালের ২৬ মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনার মানব পাচারকারী ধরতে কাজ শুরু করে।

Exit mobile version