Site icon Jamuna Television

শেষ ইচ্ছার কথা জানালেন স্বস্তিকা!

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় ক্যারিয়ারে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর পরবর্তী প্রজেক্ট ‘মোহ মায়া’-তে দেখা যাবে স্বস্তিকাকে। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখার্জি।

সোমবার (৩০ নভেম্বর) মাইক্রোব্লগিং সাইট টুইটারে আনুষ্ঠানিকভাবে ভক্তদের বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আরও এক নারী, তার কাহিনী, তার জীবন আর আমি। হইচইয়ে আমার পরবর্তী কাজ মোহ মায়া।’

পাশাপাশি সিভিএফ-এর কর্তা মহেন্দ্র সোনিকে ট্যাগ করে মৃত্যুর পরবর্তী ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এই অভিনেত্রী লেখেন, ‘আর কিছু হোক না হোক আমি মরে গেলে তোমরা আমার রেট্রোস্পেক্টিভটা করে দিও। প্রচুর বৈচিত্র্য! অন্য কারও এতটা হবে না মনে হয়।’

যতই অভিনয়ে ব্যস্ত থাকুন, মা-বাবার চলে যাওয়া কিন্তু স্বস্তিকাকে কুরেকুরে খায়। সোমবার আরও একটি টুইট শেয়ার করেছেন তিনি। সেখানে যে সব আপনজন তাকে ছেড়ে চলে গিয়েছেন তাদের নামের তালিকা দিয়েছেন। আর বলেছেন, মা-বাবা ছাড়া আরও যারা তাকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের ফোন নম্বর আজও মুছতে পারেননি মুঠোফোন থেকে। রিং করলে যদিও শুনতে পান, এই নম্বরের কোনও অস্তিত্ব নেই।

ইউএইচ/

Exit mobile version