Site icon Jamuna Television

উদীয়মান তারকা আরফিন জুনায়েদ আলো ছড়াতে চান সিনেমায়

উদীয়মান তারকা আরফিন জুনায়েদ আলো ছড়াতে চান সিনেমায়

ইউটিউব-টিকটক প্লাটফর্ম থেকে টেলিভিশনে তরুণ মডেল-অভিনেতা আরফিন জুনায়েদ। তবে এখানেই থামতে চান না তিনি। লক্ষ্য বড় পর্দায় আলো ছড়ানোর।

ছোট বেলা থেকেই স্বপ্ন তার অভিনয় জগতে প্রবেশের। স্বপ্ন বাস্তবায়নে ২০১৫ সাল থেকে শুরু করেন শোবিজে পথচলা। সেই যাত্রা শুরু হয়েছিল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। এরপর জুনায়েদের অভিষেক হয় নাটকে। ২০১৬ সালে ইউটিউবের জন্য তপু খানের পরিচালনায় ‘ইটস মাই লাইফ’ নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকে নাটক আর মডেলিংয়ে নিয়মিত কাজ করছেন আরফিন।

আরফিন জুনায়েদ জানান, এ পর্যন্ত দশটির মতো নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু ফ্যাশন হাউজের মডেলিংয়ের কাজও করেছেন তিনি। তবে জুনায়েদের মূল লক্ষ্য সিনেমা। রূপালি ভুবনেই নিজের ক্যারিয়ার গড়তে চান তিনি। আরফিন জুনায়েদ আরও জানান, ইউটিউব দিয়ে মিডিয়াতে কাজ শুরু হলেও আমি নিজেকে তৈরি করছি বড় পর্দায় জন্য।

বর্তমানে বেশ কিছু নাটক আর ফ্যাশন ফটোশুট নিয়ে ব্যস্ত আরফিন জুনায়েদ।

Exit mobile version