Site icon Jamuna Television

হোয়াইট হাউস সাজলো ক্রিসমাসের আলোকসজ্জায়

হোয়াইট হাউস সাজলো ক্রিসমাসের আলোকসজ্জায়। ২০২০ সালের থিম ‘আমেরিকা দি বিউটিফুল’।

টুইটবার্তায় ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের গৌরবময় ঐতিহ্য তুলে ধরা হয়েছে সাজসজ্জায়। হোয়াইট হাউসে স্থাপন করা হয়েছে ৬২টি ক্রিসমাস ট্রি, ১০৬টি পুষ্পস্তবক, ১২শ’ ফিট দীর্ঘ ফুলের মালা এবং ৩২শ’ লাইট।

ওয়েস্ট ভার্জিনিয়া থেকে এসেছে মূল ক্রিসমাস ট্রি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে এটাই ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বড়দিন।

ইউএইচ/

Exit mobile version