Site icon Jamuna Television

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন সার্জেন্ট রাশেদুল ইসলাম

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন সার্জেন্ট রাশেদুল ইসলাম

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল হিসেবে পরিচিত ১৬.১ কিলোমিটার সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) সার্জেন্ট মো. রাশেদুল ইসলাম।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে সাঁতার শুরু হয়। সাঁতার কেটে টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল পাড়ি দিতে তার সময় লেগেছে ৫ ঘন্টা ৫০ মিনিট।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এবারের বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৪৩ জন সাতারু। তার মধ্যে ৪০ জন সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।

Exit mobile version