Site icon Jamuna Television

নতুন লুকে শাহরুখ খান

নতুন লুকে শাহরুখ খান

দীর্ঘ বিরতির পর আবারো শুটিংয়ে ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে সোমবার (৩০ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানটির সামনে শাহরুখকে নতুন লুকে দেখা গেছে। তার মাথায় লম্বা চুল, মুখে দাড়ি ও চোখে চশমা ছিল। এই সময় তার পরনে ছিল সাদা টি-শার্ট ও ডেনিমের প্যান্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হয়েছে। নতুন লুকে শাহরুখকে দেখে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতার ভক্তরা। আবারো পর্দায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় তারা।

https://twitter.com/aasmaa_akk/status/1333358335014412290?s=20

‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে আরো অভিনয় করছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে অতিথি চরিত্রে সালমান খানকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সিনেমাটি বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি।

Exit mobile version