Site icon Jamuna Television

প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ৩-০’তে সিরিজ জিতে নিয়েছে সফররত ইংল্যান্ড। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পৌঁছে গেছে ওয়েন মরগানের দল। তারা টপকেছে অস্ট্রেলিয়াকে।

কেপটাউনে টসজয়ী স্বাগতিকদের ভালো শুরু এনে দেন ডি-কক ও বাভুমা। ৩৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে ১২৭ রান তোলেন ফাফ ডু-প্লেসি এবং ফন ডার ডুসেন। ৩২ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন ডুসেন। আর ডু-প্লেসির ব্যাট থেকে আসে ৫২ রান। ৩ উইকেটে ১৯১ রানের সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।

তবে সেই লক্ষ্য ১৪ বল হাতে রেখেই পার হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা দাভিদ মালান ৯৯ রানে অপরাজিত থাকেন। জস বাটলার অপরাজিত ছিলেন ৬৭ রানে।

ইউএইচ/

Exit mobile version