Site icon Jamuna Television

জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তাদের ফোনে অকথ্য ভাষায় গালাগাল করছেন ট্রাম্প সমর্থকরা

যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী সহিংসতা উস্কে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নিয়মিতই ফোন করে নির্বাচনী কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন ট্রাম্প সমর্থকরা। এমন অভিযোগ করেছেন জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং। এমনকি অনলাইনে ও ফোনে যৌন হয়রানির শিকার হয়েছেন তার স্ত্রী।

জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টারলিং বলেন, মাত্রা ছাড়িয়ে ফেলছেন তারা। অথচ মি. প্রেসিডেন্ট তার সমর্থকদের এসব আচরণে নিন্দা জানানো তো দূরের কথা, এ বিষয়ে টু শব্দটিও করেন না। এটা বন্ধ করতে হবে। আপনি যখন নেতৃত্ব দিচ্ছেন, কিছুটা দায়িত্বশীলতার পরিচয় দিন।

ইউএইচ/

Exit mobile version