Site icon Jamuna Television

পোশাক খাতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা

পোশাক শিল্পে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে নভেম্বরে পোশাক রফতানি ৬ শতাংশ ও মূল্য কমেছে প্রায় ৫ শতাংশ। এমন তথ্য তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে এক প্রতিবেদন জমা দিয়েছে বিজিএমইএ।

ওই প্রতিবেদনে করোনার প্রথম ধাক্কায় সরকারের দেয়া প্রণোদনা ঋণ পরিশোধের মেয়াদ ১৮ মাস থেকে বাড়িয়ে ৬০ মাস নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। করোনার দ্বিতীয় ঢেউয়ের আলামত পেয়ে অনেক বিদেশি ক্রেতা আবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এমন পরিস্থিতিতে বিজিএমইএ প্রণোদনা প্যাকেজের ৫ হাজার কোটি টাকা পরিশোধের মেয়াদ ও গ্রেস পিরিয়ড বাড়ানোর দাবি জানাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে অক্টোবরে ৬টি প্রধান দেশে পোশাক রফতানি কমেছে। দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বিশ্ববাজারে অক্টোবর ও নভেম্বরে পোশাকের খুচরা বিক্রয় মূল্য ও চাহিদার বড় ধরনের পতন ঘটে।

এর আগেও করোনার প্রভাবে বিশ্বব্যাপী লকডাউনের কারণে ফেব্রুয়ারি থেকে পোশাকের মূল্য ও চাহিদা কমতে থাকে। এ ধারা এখনও পর্যন্ত অব্যাহত আছে।

ইউএইচ/

Exit mobile version