Site icon Jamuna Television

করোনা পরিস্থিতি: স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক নিয়ে সচেতনতা অভিযান

করোনা পরিস্থিতি: স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক নিয়ে সচেতনতা অভিযান

করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র‍্যাব ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।

বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যারা মাস্ক ছাড়াই যত্রতত্র ঘোরাফেরা করছেন তাদেরকে আটক করা হচ্ছে। প্রথমে সচেতন করা হচ্ছে, পরে মাস্ক পরিয়ে জরিমানা করা হচ্ছে।

এসময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, জেল-জরিমানা করাই অভিযানের উদ্দেশ্যে না। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করায় মূল উদ্দেশ্য। তবে, আপাতত ৩০০-৪০০ টাকা জরিমানা অনাদায়ে ২দিনের জেল দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, যদি এরপরও জনগণ সচেতন না হয় প্রয়োজনে শাস্তির মাত্রা বাড়ানো হবে।

Exit mobile version