Site icon Jamuna Television

ফ্রান্সে ৩০০ কেজি ওজনের ব্যক্তিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার

ক্রেনের মাধ্যমে ফ্রান্সে উদ্ধার করা হলো ৩০০ কেজি ওজনের এক ব্যক্তিকে। মঙ্গলবার চালানো হয় সাড়া জাগানো এ অভিযান।

গোটা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন ৫০ জন উদ্ধারকর্মী। তারা আবাসিক এলাকার একটি ভবনের দোতলার জানালা কেটে সরিয়ে আনে অ্যালেন পি’কে। বাতাস দিয়ে ফোলানো বিছানায় রেখে, একটি কন্টেইনারে মেদবহুল ওই ব্যক্তিকে স্থানান্তর করা হয়। ব্যক্তিগত অনিচ্ছার কারণেই তার ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণে চলাফেরায় অক্ষম হয়ে পড়েন অ্যালেন। ২০১৯ সালেও তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু সেসময় তিনি রাজি হননি। মন্তপিলা হাসপাতালে এবার তার চিকিৎসা করা হবে।

ইউএইচ/

Exit mobile version