Site icon Jamuna Television

সর্বজনীন ব্যবহারের জন্য করোনার প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিলো যুক্তরাজ্য

বিশ্বের প্রথম দেশ হিসেবে সর্বজনীন ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ (MHRA) জানিয়েছে, মানবদেহে কোভিড-১৯ প্রতিরোধ
গড়ে তোলার ক্ষেত্রে ৯৫ শতাংশ কার্যকর টিকাটি। প্রমাণিত হয়েছে এর স্বাস্থ্য নিরাপত্তার দিকটিও। অনুমোদনের ফলে কয়েকদিনের মধ্যেই ব্রিটেনে শুরু হতে পারে টিকাদান।

দু’কোটি মানুষের জন্য জনপ্রতি দু’ডোজ হিসেবে এ টিকার চার কোটি ডোজ কিনতে আগেই চুক্তি করেছে ব্রিটিশ সরকার। প্রথম এক কোটি ডোজ সুলভ হবে কিছুদিনের মধ্যেই। শুরুতে চাহিদার তুলনায় যোগান কম থাকবে বলে অগ্রাধিকার পাবেন উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিরা।

মানবদেহে প্রয়োগের জন্য কোনো এমআরএনএ (mRNA) ভ্যাকসিনে অনুমোদনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটাই প্রথম।

ইউএইচ/

Exit mobile version