Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদসহ গ্রেফতার ১০

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদসহ গ্রেফতার ১০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ লিটার চোলাই মদ ও ৩ বোতল দেশীয় তৈরি ভদকাসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের পৌর ভবন এলাকা এবং কালাইশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে মোশারফ হোসেন (৪৮), রাজু মোদক (২৮), আসিফ সরকার (৩০), শান্তি খিরমহন ঋষি (৪৫), মো. ফেরদৌস (৩৩), মো. পারুল মিয়া (৭১), নির্মল দাস (২২), মো. রুমেল (৩৮), হাসান মিঠু (৩৭) ও মো. তছলিম খানকে (৫০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৬ লিটার চোলাই মদ, ৩ বোতল ভদকা জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version