Site icon Jamuna Television

করোনা আক্রান্ত ডিইউজে সভাপতি কাদের গণি চৌধুরীর অবস্থা স্থিতিশীল

করোনা আক্রান্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গনি চৌধুরী নগরীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে- আইসিইউ চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

জানা গেছে, করোনা পজেটিভের পাশাপাশি নিউমোনিয়া সমস্যার কারণে তীব্র শ্বাসকষ্ট দেখা দেয় কাদের গণি চৌধুরীর। অক্সিজেন লেভেল ৮০ থেকে ৯০ এর মধ্যে উঠা নামা করায় রোববার তাকে আইসিইউতে নেয়া হয়। তবে তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কাদের গণি চৌধুরীকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিছুটা সমস্যা হওয়ায় আবার আইসিইউতে পাঠানো হয়েছে। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে দ্রুতই হাসপাতাল ত্যাগ করতে পারবেন বলে আশাবাদী আমরা।

Exit mobile version